NE UpdatesHappeningsBreaking News

বকোয় এনকাউন্টারে জখম দুর্ধর্ষ ডাকাত কেনারাম

ওয়েটুবরাক, ২৩ জুন : অসম ও মেঘালয়ে বিভিন্ন অপরাধে জড়িত কেনারাম বসুমাতারিকে গত বছরের ফেব্রুয়ারিতে গুলি করে মারতে চেয়েছিল পুলিশ৷ তখন মারা গিয়েছিল ডিম্বেশ্বর মুশাহারি নামে এক চাষী৷ শনিবার রাতে সেই কেনারাম গুলিবিদ্ধ হলেন৷ এখন গুয়াহাটি মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন৷ গত বছর ডিম্বেশ্বরের পরিবারের দাবিতে মুখ্যমন্ত্রী সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন৷ ডিএনএ টেস্টের পর তদন্তকারীরা জানিয়েছিলেন, কেনারামকে নয়, ভুল করে মারা হয়েছে ডিম্বেশ্বরকে৷ সে থেকে কেনারামকে খুঁজে বেড়াচ্ছিল আসাম পুলিশ৷ শুক্রবার বাগে পেয়ে গ্রেফতার করা হয়৷ পুলিশের দাবি, শনিবার রাতে তাকে নিয়ে তদন্তে বেরিয়েছিলেন সংশ্লিষ্ট অফিসার৷ বকোর লামপাড়ায় গিয়ে গাড়ি থামতেই কেনারাম এক পুলিশ কনস্টেবলকে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ তখনই পুলিশ গুলি চালায়৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker