India & World UpdatesHappeningsBreaking News

এনআরসি : কেন হচ্ছে না বললেও কবে হবে বলতে পারল না কেন্দ্র

ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর : রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সদস্য সুস্মিতা দেবের এনআরসি বিষয়ক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কম কথায় অনেক কথাই বলেছেন৷ বলেননি শুধু মূল কথাটা৷ সুস্মিতা জানতে চেয়েছিলেন, কবে এনআরসির কাজ শেষ হবে? এই কাজ শেষ করতে সরকার কী কী পরিকল্পনা নিয়েছে৷ বুধবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাই জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে ও তত্ত্বাবধানে এনআরসি হচ্ছে৷ যোগ-বিয়োগের পর এর সর্বশেষ তালিকাটি প্রকাশিত হয়েছে ২০১৯ সালের ৩১ আগস্ট৷ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ওই ডেটার জন্য আধারের মতো সুরক্ষার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে৷ তা হয়ে গেলেই এনআরসি প্রকাশিত হবে৷

কিন্তু কবে হবে, কোনও লক্ষ্যমাত্রা বা ওই সুরক্ষার জন্য সাড়ে তিন বছরে কী কী করা হয়েছে, এখন কী করা হচ্ছে, সে সবের কোনও উল্লেখ নেই মন্ত্রীর জবাবে৷

সুস্মিতা দেব একই সঙ্গে আসাম চুক্তির ৬ নং ধারা বিষয়ক কমিটির রিপোর্টের ব্যাপারেও জানতে চেয়েছিলেন৷ এক বাক্যে জবাব দিয়েছেন নিত্যানন্দ, এর আইনি ও সাংবিধানিক বিষয়গুলি অধ্যয়ন করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker