Barak UpdatesBreaking News
এনআরসিছুট: ট্রাইব্যুনাল নয়, পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়া চায় সিআরপিসিসি
৮ মার্চ: রবিবার করিমগঞ্জের শিক্ষক ভবনে সিআরপিসিসি, আসাম এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য তাতে পৌরোহিত্য করেন৷
দীর্ঘ আলোচনার সিদ্ধান্ত হয়, এনআরসি-ছুটদের নাগরিকত্ব প্রমাণ ফরেনার্স ট্রাইবুনালের বদলে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় সম্পন্ন করার দাবিতে আগামী ১৩ মার্চ বরাক উপত্যকার তিন জেলায় জেলাশাসকদের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠানো হবে।
এছাড়াও তারা ‘রিজেকশন সার্টিফিকেট’ পাওয়ার পর প্রয়োজনীয় নথি যাতে সাত দিনের মধ্যে সরকারি কার্যালয় থেকে সংগ্রহ করতে পারেন তার জন্যও জেলা প্রশাসনের কাছে দাবি জানানো হবে৷
আসাম চুক্তির ৬ নং দফা কার্যকর করার নামে রাজ্যের নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করার পরিকল্পনা সরকার৷ এই অভিযোগ করৈ তারও তীব্র বিরোধিতা করা হয় সভায় । তাদের কথায়, ৬ নং দফা কার্যকর করার জন্য গঠিত বিকে শর্মা কমিটির তৈরি করা প্রস্তাব চূড়ান্ত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক ৷ এর বিরুদ্ধে জনমত তৈরি করে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্তও গৃহীত হয়েছে ।
এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য ও নেকিব হুসেন চৌধুরী, সুনীত রঞ্জন দত্ত, বদরুল হক চৌধুরী, তুষার দাস, নন্দন কুমার নাথ, বাসুদেব সেন, নির্মল কুমার দাস, সুশীল পাল, আফজাল হোসেন মজুমদার, রঞ্জিত চন্দ, পরিমল চক্রবর্তী , হিল্লোল ভট্টাচার্য, সঞ্চিতা শুক্ল প্রমুখ ।