NE UpdatesHappeningsBreaking News
এনআইটিঃ ছাত্রদের অনশন অব্যাহত, ডিন থেকে আপাতত সরিয়ে দেওয়া হল বিকে রায়কে
ওয়েটুবরাক, ১৯ সেপ্টেম্বরঃ ছাত্র আন্দোলনের চাপে ডিন (অ্যাকাডেমিকস) পদ থেকে অধ্যাপক বিনয়কৃষ্ণ রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। শিলচর এনআইটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তদন্ত শেষ না পর্যন্ত অধ্যাপক রায়কে ডিন পদ থেকে দূরে থাকতে হবে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। ওই সময় পর্যন্ত অন্য এক শিক্ষককে অন্তর্বর্তীকালীন ডিনের দায়িত্ব প্রদান করা হবে।
শুক্রবার পঞ্চম সেমিস্টারের ছাত্র কজো বোকারের আত্মহত্যার জন্য অধ্যাপক রায়কে দায়ী করে তাঁর বাড়িতে হামলার পর শনিবার ছাত্রদের ওপর তিন-তিনটি মামলা নিয়েই বেশি চর্চা হয়। কিন্তু রবিবার থেকেই ঘটনার মোড় ঘুরে যায়। ছাত্র কর্তৃপক্ষকে জানিয়ে দেয়, বিনয়কৃষ্ণ রায়কে ডিন পদ থেকে ইস্তফা দিতে হবে। ডিরেক্টর দিলীপকুমার বৈদ্যকে দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযুক্ত করে তাঁরও ইস্তফা চান তাঁরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসছেন তাঁরা, সে কথাও জানিয়ে দেওয়া হয়। চাপ বাড়ে এনআইটি প্রশাসনের। ঘোষণা মত সোমবার সকালে আমরণ অনশন শুরু করায় রেজিস্ট্রার অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। কিন্তু কাজে আসেনি। মঙ্গলবারও অনশন চলতে থাকায় রেজিস্ট্রার কে এল বৈষ্ণব সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিনয়কৃষ্ণ রায়কে আপাতত ডিন পদ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন।
কিন্তু ছাত্ররা ডিরেক্টরের পদত্যাগ সহ অন্যান্য বেশ কিছু দাবিতে অনড়় থাকায় বিকে রায়কে ডিন থেকে সাময়িক সরানোর পরও অনশন অব্যাহত রয়েছে।