Barak UpdatesHappenings
এটিএম প্রতারণায় সোনাইয়ে ২ যুবক ধৃত
১৭ জানুয়ারিঃ দুই এটিএম প্রতারককে ধরল পুলিশ। বেশ কিছুদিন ধরে কাছাড় জেলার সোনাই এলাকায় টাকা তোলায় সাহায্য করার নামে আসল এটিএম কার্ড হাতিয়ে নিয়ে নকল কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছিল।
একই ধরনের অভিযোগ বেড়ে চলায় পুলিশ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ছক কষে অভিযানে নামে। একযোগে সমস্ত এটিএম বুথে নজরদারি করছিল। তখনই নতুনবাজারের এক এটিএম বুথে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পকেটে তল্লাশি চালানো হয়। বিভিন্ন জনের ৮টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ধৃতদের মধ্যে মিঠুন মজুমদার কাছাড় জেলার জয়পুর থানার হরিনগরের বাসিন্দা। সন্তোষকুমার পাসোয়ানের বাড়ি গয়ার ফতেহপুরে। তাদের মোবাইলের কন্টাক্ট নম্বরে প্রচুর পিন নম্বর লেখা। তাই তাদের মোবাইল সেট দুটিও বাজেয়াপ্ত করা হয়।
পরে ধৃতদের জেরার ভিত্তিতে কচুদরমের এক বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত করে আরও ৪০টি এটিএম কার্ড, ল্যাপটপ, পেন ড্রাইভ, সফটওয়্যার ডিশ, দুটি স্কিমার। ওই বাড়ির ছেলে বাপ্পা দাসকে অবশ্য খুঁজে পায়নি পুলিশ। প্রতারণায় সেও জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তাদের অনুমান।