NE UpdatesAnalyticsBreaking News
এখন থেকে নিজেরাই প্রয়োজনমতো বিদ্যুৎ মাশুল বাড়াতে পারবে এপিডিসিএল
গুয়াহাটি, ৬ অক্টোবর : এবার আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি নিজেদের ইচ্ছেমতো যেকোনও সময় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে পারবে। বিদ্যুৎ মাশুল বাড়ানোর ক্ষেত্রে এপিডিসিএল এর উপর কারোর কর্তৃত্ব থাকবে না। রাজ্যের বিদ্যুৎ সংকট পূরণের জন্য কোনও পদক্ষেপ লোয়ার পরিবর্তে চড়া দামে বিদ্যুৎ ক্রয় করে জনগণের সমালোচনা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে এপিডিসিএলকে বিদ্যুতের মাশুল বৃদ্ধির পূর্ণ কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এর ফলে বিদ্যুতের মাশুল নির্ধারণের ক্ষেত্রে দায়িত্বে থাকা স্বতন্ত্র কমিশন আসাম বিদ্যুৎ নিয়ামক কমিশনের ক্ষমতা কর্তন করা হয়েছে।
ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ প্রাইস এডজাস্টমেন্ট অর্থাৎ ইন্ধন ও বিদ্যুৎ ক্রয়ের দাম তুলনা করার নামে নিজে থেকেই মাশুল বৃদ্ধির কর্তৃত্ব প্রদান করা হয়েছে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডকে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সাম্প্রতিককালে আসাম বিদ্যুৎ নিয়ামক কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ ইন্ধন ও বিদ্যুৎ ক্রয়ের দাম সময় সাপেক্ষে মিলিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে এখন থেকে এপিডিসিএলকে নিয়ামক কমিশনের কাছ থেকে কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না।
ফলে ইন্ধনের মূল্য বৃদ্ধি হলেই আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড নিজেদের ইচ্ছেমতো যেকোনো সময় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করতে পারবে।