Barak UpdatesHappeningsBreaking News

এক নজরে উধারবন্দ সহ শিলচর শহরের কিছু পুজো

উধারবন্দ কালীবাড়ি রোড পূজা কমিটি :  বরফের আস্তরণে কেদারনাথ মন্দির৷
মেহেরপুরের অ্যাপলো ক্লাব: মণ্ডপ এক বিশাল গ্রন্থাগার৷ মণ্ডপ প্রাঙ্গণে বইয়ের স্টল৷ একটি বই কিনলেই অন্য একটি বই পুজো কমিটির তরফে উপহার৷


পদ্মপুকুরের আপনজন ক্লাব : বিশাল আকারের গুহাই মণ্ডপ৷ ভেতরে ঢুকলে অন্য জগৎ৷ দীঘির পারের এক দিকে দেবীর আরাধনা৷ অন্য দিকে ভাসমান মঞ্চ৷ তাতে সাংস্কৃতিক অনুষ্ঠান৷
তারাপুর মোটর স্ট্যান্ড সর্বজনীন পুজো : জীবন্ত দুর্গার প্রদর্শনী৷ সহযোগিতায় প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়৷
রামকৃষ্ণ মিশন রোড : ৭৫ বছরের পুজো৷ নানা শিল্পকর্মে শোভিত হবে পুজোমণ্ডপ৷

তরুণ ক্লাব : কাল্পনিক মণ্ডপ হলেও নান্দনিকতার দিক থেকে পিছিয়ে নেই৷

ভকতপুর সর্বজনীন পুজো কমিটি :  থিম, পাণ্ডবদের স্বর্গারোহন৷ দুর্গা এখানে বৈষ্ণবী৷

পঞ্চায়েত রোড সর্বজনীন পুজো : দেবী নিরস্ত্র৷  গ্রামবাংলার মহিলার সাজে সাজিয়ে তোলা হবে তাঁকে৷

অল মেডিক্যাল সেলস পিপল: অমৃত মহোৎসবকে থিম করে মণ্ডপ-প্রতিমা৷

তারাপুর রাইস মিল : আকর্ষণীয় প্রতিমা৷

পশ্চিম অম্বিকাপুর (দুর্গাশঙ্কর পাঠশালা) : নজরকাড়া মণ্ডপ৷

পাবলিক স্কুল রোড সর্বজনীন পুজো : সোনালি অলঙ্কার শোভিতা প্রতিমা৷

প্রতিমায় নজর কাড়ে কালীমোহন রোড, আনন্দ পরিষদ৷ সোনাই রোডে বড় পুজো পাবেন রাখী সংঘ, জুভেনাইল, বিলপারে রয়েছে দুর্গাবাড়ি, আমরা সবাই, মিতালি সংঘ৷ আছে অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতাল রোড পূজা, আশ্রম রোডে সৃষ্টি ক্লাব, চিত্তরঞ্জন অ্যাভেন্যুর পুজো৷ রাঙ্গিরখাড়িতে রয়েছে ডেলাইট ক্লাব, উধারবন্দ গেলে দেখতে হবে হাসপাতাল রোডের পুজোও৷ দেখে আসবেন রেল কর্মচারী, জেলা প্রশাসন কর্মচারী এবং ডাক কর্মীদের পুজোও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker