Barak UpdatesHappeningsSportsBreaking News

এক ঝাঁক ক্রীড়াব্যক্তিত্বের হাত ধরে প্রকাশিত ‘সাক্ষাতে কথা’

ওয়েটুবরাক, ২১ অক্টোবর : প্রকাশিত হলো ১০৪ জন ক্রীড়াবিদ ও সংগঠকের সাক্ষাৎকার ভিত্তিক গ্রন্থ ‘সাক্ষাতে কথা’৷ যেমন ব্যতিক্রমী গ্রন্থ, তেমনি তার উন্মোচনী পর্ব৷ ইটখলা অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে কোনও মঞ্চ নেই, পুরো অনুষ্ঠান স্থলই মঞ্চ৷ নির্ধারিত অতিথি নেই, উপস্থিত সকলেই অতিথি৷ বাবুল হোড়কে কেন্দ্রে রেখে উন্মোচন করলেন একঝাঁক ক্রীড়াব্যক্তিত্ব৷

অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক কথা বলেন গ্রন্থকার দ্বিজেন্দ্রলাল দাস৷ তিনি জানান, উত্তম চৌধুরীকে সঙ্গে নিয়ে সাক্ষাতে কথার প্রথম পর্ব প্রকাশের পর অনেক ক্রীড়াবিদ-সংগঠকের বাদ পড়া নজরে পড়ে৷ তাই দ্বিতীয় পর্ব প্রকাশ করতে হয়৷ কিন্তু এর পরও একই ব্যাপার ধরা পড়ে৷ তাই ওই দুই সংখ্যা এবং আরও কিছু নতুন সাক্ষাৎকার যুক্ত করে এ বার রচিত হল সাক্ষাতে কথার সমগ্র সংস্করণ৷

বইয়ের ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, আসাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. গণেশ নন্দী ও সাংবাদিক উত্তমকুমার সাহা৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দন সিং, নন্দদুলাল রায়, বাদল লস্কর, জহর লাল গুপ্ত,  বিজেন্দ্রপ্রসাদ সিংহ, নীলাভ মজুমদার মৃদুল, মৃণালকান্তি রায়, লালনপ্রসাদ গোয়ালা, সুজন দত্ত, ড. প্রিয়াঙ্কা দেব প্রমুখ৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker