Barak UpdatesHappeningsBreaking News
একদিনের সামার ক্যাম্পে আনন্দমুখর সুবিধা বঞ্চিত শিশুরা
২৬ জুলাই : রবিবার লায়ন্স ক্লাব অব শিলচর লায়োনেস এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি যৌথভাবে স্থানীয় চিলড্রেন পার্কে ৫০ জন সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শ্রেণির শিশুদের নিয়ে এক দিনের ‘সামার ক্যাম্প’-এর আয়োজন করেছে। ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। সঙ্গে ছিলেন সম্মানিত অতিথি শরিফ-উজ-জামান লস্কর এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের সভাপতি অরিন্দম ভট্টাচার্য, বিশেষ আমন্ত্রিত অতিথি ডাঃ রাজীব কর ও ক্লাব ভ্যালির পথপ্রদর্শক সাখী ভট্টাচার্য এবং অঞ্জনা দেব।
কাছাড়ের জেলাশাসক এই ধরনের শিশুদের জন্য উভয় ক্লাবের গৃহীত উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের ইতিবাচক পদক্ষেপ মানুষের মধ্যে পার্থক্য ও বিভেদ অনেক কমিয়ে দেবে। শরিফ-উজ-জামান লস্কর এবং অরিন্দম ভট্টাচার্য এই ধরনের অনুষ্ঠানের প্রশংসা করেন এবং সংগঠনের নীতি ও আদর্শকে বাস্তবায়িত করার জন্য লায়ন্স ক্লাবকে সাধুবাদ জানান। অন্যান্য বক্তারা ছিলেন সাখী ভট্টাচার্য, অঞ্জনা দেব, মৌসুমী চৌধুরী, শঙ্কর ভট্টাচার্য।
পুরো দিন জুড়ে শিশুরা বিভিন্ন কার্যক্রম, গান, নাচ, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে। তাদের মধ্যে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যা শিশুরা অনেক উপভোগ করে। এরপর শিশুরা পার্ক প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলা করে। উভয় ক্লাবের সভানেত্রী /সভাপতি মৌসুমী চৌধুরী এবং শঙ্কর ভট্টাচার্য সেই শিশুদের জন্য কিছু করার ইচ্ছা প্রকাশ করেন যারা এখনও বঞ্চিত এবং এই শিবির সুধু এক পদক্ষেপ মাত্র বলে দাবী করেন। এই শিবিরে উভয় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রত্যেক শিশুর হাতে ফলের রস, চকলেট, চিপস, পেনসিল বক্স, কালার পেনসিল সেট, চিত্রকলার বই ও দুপুরের আহার তুলে দেওয়া হয়। এই ‘সামার ক্যাম্পের’ নাম দেওয়া হয়েছিল ‘তারে জমীন পর’ ও এর প্রজেক্ট চেয়ারপার্সন ছিলেন বন্দিতা ত্রিবেদী রায়। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন লায়োনেস ক্লাবের সম্পাদিকা সুপ্তা চৌধুরী এবং ক্লাব ভ্যালির প্রাক্তন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালির সম্পাদক সঞ্জীব রায়।