India & World UpdatesHappeningsBreaking News
আজব ঘটনা! ভোটার কার্ডে কুকুরের ছবি
৫ মার্চ : ভোটার কার্ড নিয়ে ঘটে গেল এক আজব ঘটনা। মুর্শিদাবাদের রামনগর গ্রামের সুনীল কর্মকারের নামে ইস্যু হওয়া ভোটার কার্ডে ভোটদাতার নামের পাশে থাকা ছবিতে রয়েছে একটি কুকুরের ফটো। তবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার জানিয়েছেন, এই ভোটার কার্ডের ছবি ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে, ভোটদাতা তার সঠিক ছবিসহ সংশোধিত পরিচয়পত্র খুব শীঘ্রই পেয়ে যাবেন।
তবে সুনীল কর্মকার বুধবার জানিয়েছেন, ভোটার কার্ড সংশোধনের জন্য তিনি আবেদন করেছিলেন। কিন্তু তিনি যখন সংশোধিত কার্ডটি হাতে পান, তখন তাতে দেখতে পান তার ছবির বদলে রয়েছে একটি কুকুরের ছবি। তিনি আরও বলেন, মঙ্গলবার তাকে দুলাল স্মৃতি স্কুলে যেতে বলা হয়েছিল এবং সেখানেই তাকে এই ভোটার আইডি দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘আমি নিজে ছবিটি দেখেছিলাম, কিন্তু সেখানে যে অফিসার ছিলেন, তিনি তাতে স্বাক্ষর করেছেন এবং ছবি খেয়াল না করেই তা আমাকে দিয়েছেন। এই ঘটনাটি আমার জন্য সম্মান হানিকর। আমি উন্নয়ন কর্তার কার্যালয় যাব এবং তাঁকে অনুরোধ করব যে, এমন ঘটনা আগামীতে যেন আর না ঘটে।’
বিপরীতে বিডিও রাজর্ষি চক্রবর্তী বলেছেন, ভুলবশত এটি হয়ে গিয়েছে। তবে এই ভোটার কার্ডটি অবশ্যই সংশোধন করা হবে। ওই সরকারি কর্তা আরও বলেন, ‘এটি চূড়ান্ত ভোটার কার্ড নয়, যদি এতে ভুলভ্রান্তি থাকে তাহলে এটিকে ত্রুটিমুক্ত করা হবে। তবে কুকুরের ফটো প্রসঙ্গে বলবো, অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় সম্ভবত কেউ এটি করেছে। তবে ছবিটি ইতিমধ্যেই ঠিকঠাক করে নেওয়া হয়েছে। তিনি নিজের ছবি সহ চূড়ান্ত ভোটার আইডি কার্ড খুব শীঘ্রই পেয়ে যাবেন।’