Barak UpdatesHappeningsCulture
উনিশ স্মরণে দ্য গ্রুপ অব কালার্স-এর চিত্রশিল্পী শিবির গান্ধীবাগে
ওয়ে টু বরাক, ২৩ মে ঃ ১৯ শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে ব্যতিক্রমী ভাবনায় দ্য গ্রুপ অব কালার্স গান্ধীবাগে এক বিরাট চিত্রশিল্পী শিবির আয়োজন করে। এ দিন শিবিরে সৃজনশীল প্রতিভা নিয়ে অমর উনিশ স্মরণে লাইভ পেইন্টিং করা হয়। এতে বরাক উপত্যকার ১০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।
শিবিরের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন প্রখ্যাত যাত্রাশিল্পী গীতেশ রঞ্জন নাথ সমাজপতি, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় রায়, বিশিষ্ট সমাজসেবী হিমাদ্রিশেখর নাথ, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক রাজকুমার মজিনদার ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ তথা চিত্রশিল্পী বিপ্লব দাস। গোটা শিবির সঞ্চালনা করেন চিত্রশিল্পী তথা দ্য গ্ৰুপ অব কালার্স এর সম্পাদক গৌরশঙ্কর নাথ।
এ দিন শিল্পীদের পরিচয়পত্র সহ অ্যাপ্রন লঞ্চ করা হয়। মতিলাল দাসের স্মৃতিতে স্মারক সম্মাননা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দেওয়া হয়। গৌরশঙ্কর বলেন, ২০১৯-এ এই শিবিরের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত দুটি বছর করোনা মহামারি এবং গত বছর ভয়ানক বন্যার কারণে শিবিরের আয়োজন করা সম্ভব হয়ে ওঠেনি। তবে এ বার পরিস্থিতি অনুকূল থাকায় লাইভ পেইন্টিং করা সম্ভব হয়েছে, যদিও প্রথম দিকে বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে।
এই শিবিরে অংশগ্রহণকারী বিশিষ্ট শিল্পীরা হলেন শিলচরের চিত্রশিল্পী রাজকুমার মজিনদার, বাহারুল ইসলাম লস্কর, বিপ্লব দাস, অমিতা দে, অগ্নিশিখা সাহা, অংকন কংসবণিক ও সোহন শর্মা, করিমগঞ্জের গৌতম চক্রবর্তী, ভাঙ্গার বুবন দাস ও বদরপুরের অনুপ কুমার ভূইয়া। বেলা ২টা ৩৫ মিনিটে গান্ধীবাগের শহিদ স্মৃতি সৌধে শত শত ভাষা প্রেমিক মাল্যদান এর মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সেটা মাথায় রেখে গৌরশঙ্কর বিগত শিবিরের পেইন্টিং এবং এবারের পেন্টিং মিলিয়ে স্মৃতি সৌধের সম্মুখে প্রদর্শনী করলেন। এই প্রদর্শনীতে পেন্টিংগুলোর মধ্যে তিনটি পেন্টিং চিত্র প্রেমিক পছন্দ করে ক্রয় করে নিয়ে যান। গৌরশঙ্কর বলেন আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।