Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দে নেতাজির নতুন মূর্তি বসছে, কাজের শুরু

মিহির-অজিত-রাহুলকে বসিয়ে সূচনায় শিশুর দল

২৮ অক্টোবর : আগামী ২৩ জানুয়ারি বদলে যাচ্ছে উধারবন্দ বাসস্ট্যান্ডের চিত্র। ক্লাব রেনেসাঁর উদ্যোগে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি। বর্তমানে ভিআইপি সড়কের পরিসর বৃদ্ধি হওয়ার কাজ চলছে৷ তাই বর্তমান মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানো হবে বাসস্ট্যান্ড তেমাথায়। প্রতিকৃতি পুনঃস্থাপনের কাজের সূচনা করা হলো বুধবার৷ বেলা ১১টায় উধারবন্দ-শিলচর ভিআইপি সড়ক ও উধারবন্দ দয়াপুর সড়কের সংযোগস্থলের মধ্যভাগে তিন মিটার ব্যাসার্ধে নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনের শুভ সূচনা হয়।

এ এক ব্যতিক্রমী দৃশ্য৷ বিধায়ক মিহিরকান্তি সোম, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের উপস্থিত থাকলেও ১২ বছরের কম বয়সী শিশুদের দিয়েই করানো হয় কাজের শুভ সূচনা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনে ক্লাব রেনেসাঁর তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়ষী প্রসংশা করেন বিভিন্ন বক্তা । এতে বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের বিগত দিনের বিভিন্ন সামাজিক কার্যকলাপের বিবরণ তুলে ধরে ক্লাব সভাপতি জগন্নাথ রায় বলেন, ১৯৮৭ সালের ২৩ জানুয়ারি উধারবন্দে গঠিত হয়েছিল ক্লাব রেনেসাঁ । তখন থেকে তাঁরা নেতাজির জন্মদিবস পালন করে আসছেন ।

প্রথমাবস্থায় মাটি দিয়ে নেতাজির প্রতিকৃতি তৈরি করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন । পরবর্তীতে উধারবন্দে নেতাজির স্থায়ী প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৯৯৭ সালে সকলের সহযোগিতায় উধারবন্দ বাসষ্ট্যান্ডের পাশে নেতাজির প্রতিকৃতি স্থাপন করেন তারা৷ কিন্তু বর্তমানে ভিআইপি সড়কের পরিসর বৃদ্ধির দরুনই নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনের সিদ্ধান্ত। নেতাজি প্রতিকৃতি পুনঃস্থাপনে পূর্ত বিভাগের তরফে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে বলে উল্লেখ করে বিভাগীয় কর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ক্লাব সম্পাদক ভাস্কর দাস তাঁর বক্তব্যে বলেন, বিগত দিনে উধারবন্দের ক্রীড়া জগতের উন্নয়নে কাজ করে গেছে ক্লাব রেনেসাঁ । আগামী দিনেও উধারবন্দের ক্রীড়া জগতের উন্নয়নে ক্লাব রেনেসাঁ সক্রিয় ভূমিকা পালন করে যাবে৷ এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়, শিলচর ডিএস‌এর সভাপতি বাবুল হোড়, সমাজসেবী তাপস দাস, গোলক গোয়ালা প্রমুখ ।

সভায় অন্যান্যদের মধ্যে পূর্ত বিভাগের কার্যবাহী অভিযন্তা আব্দুল নূর, পশ্চিম উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নিখিলেশ দাস, জিপি সভানেত্রী সাধনা আচার্য, শিক্ষাবিদ সূর্যকুমার শর্মা, সীমান্ত ভট্টাচার্য, হেমাঙ্গ শেখর দাস, বিধান রায় সহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন৷ আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় এই কাজের জন্য এক লক্ষ টাকার চেক তুলে দেন। অন্যান্যরাও বলেন তাঁরা যথাসাধ্য আর্থিক সাহায্য করবেন। উল্লেখ্য, কচিকাঁচাদের হাতে নেতাজি মূর্তি পুনঃস্থাপনের শিলান্যাস হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন সবাই।

উদ্যোক্তারা জানান, নতুন প্রজন্মের মধ্যে যাতে নেতাজি চিরজাগ্রত হয়ে থাকেন, সে দৃষ্টিতেই তাদের হাতে শিলান্যাস করানো হলো। ফাইবার গ্লাসের মূর্তি নির্মাণ করবেন উপত্যকার বিশিষ্ট ভাস্কর ডঃ স্বপন পাল। এদিকে যে শিশুদের হাতে শিলান্যাস হলো, তারা হচ্ছে বিনায়ক দাস, অস্মিতা চৌধুরী, প্রান্তিক রায়, সৌভিক রায়, অন্বেষা রায়, অঙ্কিতা রায়, শ্রেয়সী রায়, শিবাঙ্গী রায়, স্বর্ণাক্ষী তালুকদার, স্বর্ণশ্রী তালুকদার, কর্ণদীপ পাল, আয়ুষ্মান রায়, ঋতুশ্রী দাস, ইপ্সিতা পাল, গৌরী সিংহ ও সম্রাট পাল। এ উপলক্ষে আয়োজিত সভায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় তরুণরা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker