NE UpdatesHappeningsBreaking News

বিধানসভা ভোটের ঠিক আগে দক্ষিণ মিজোরামের পুর নির্বাচনে একটি আসনও পায়নি এমএনএফ

ওয়েটুবরাক, ৬ এপ্রিল : এ বারই প্রথম দক্ষিণ মিজোরামে লুংলেই পুরসভা গঠনের জন্য ভোটগ্রহণ হয়৷ ১১ আসনের পুর নির্বাচনে জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) সব আসনে বিজয়ী হয়েছে৷ রাজ্য গঠনের পর থেকে মিজোরামে সরকার গড়ছে এমএনএফ বা কংগ্রেস৷ উভয় দল সবকটি আসনে প্রতিদ্বন্ধিতা করেছিল৷ কেন্দ্রের শাসক দল বিজেপিও নয়টি আসনে প্রার্থী দিয়েছিল৷ সবাইকে শূন্য হাতে ফিরিয়ে দেন লুংলেই শহরের ভোটাররা৷
এই বছরেরই শেষদিকে মিজোরামে বিধানসভা নির্বাচন৷ এর ঠিক আগে লুংলেই পুরভোটের ফলাফল তাৎপর্যপূর্ণ৷ ফলপ্রকাশের পরে জেডপিএম নেতারা বলেন, শাসক এমএনএফের উন্নয়নের দাবি যে অসত্য, মানুষ তা ধরে ফেলেছেন৷ ১১-০ ফলকে মিজোরামের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বলেই উল্লেখ করেন তাঁরা৷
২০১৮-র বিধানসভা নির্বাচনের আগে জেডপিএমের আত্মপ্রকাশ ঘটে৷ প্রথমবার তারা ৩৬ আসনে প্রার্থী দিয়ে ৮টিতে জয়ী হয়৷ দুটি উপনির্বাচন হেরে ৪০ আসনের বিধানসভায় এখন তাঁদের শক্তি ৬৷ রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য, মিজোরামে এমএনএফের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠানবিরোধী হাওয়া বইছে৷ শাসকদলের বিরুদ্ধে নানা কারণে ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ কংগ্রেসের প্রতিও তাঁরা আস্থাশীল নন৷ বরং নতুন দলটিকে এগিয়ে দিয়ে মিজোরামবাসী একবার পরখ করে দেখতে চাইছেন৷
তবে লুংলেই পুরসভা বিরোধীশূন্য হওয়ায় কাজকর্ম আশানুরূপ হবে না বলে আশঙ্কা করছেন একাংশ জনতা৷ তাঁদের আশঙ্কার কারণ, নতুন পুরসভার নতুন প্রতিনিধিরা সবাই বয়সে তরুণ৷ সাতজন এখনও যুবক৷ এক-দুইজন বিরোধী থাকলে ভুলত্রুটি ধরিয়ে দিলে তাঁরা ভালো কাজ করতে পারতেন৷
এমন আশঙ্কার কথা উড়িয়ে জেডপিএম নেতারা অবশ্য জানিয়েছেন, নতুন পুরসভার চেয়ারম্যান হচ্ছেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক লালজুইথাঙ্গা৷ ভাইস চেয়ারম্যান ৩৭ বছর বয়সি কে লালরিনাউমা৷ লুংলেইর জেলাশাসক রামদিনলিয়ানি জানান, শপথগ্রহণের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷
এই শপথগ্রহণ নিয়ে অবশ্য এমএনএফের মাথাব্যথা নেই৷ কিন্তু তাদের ভাবনা অন্য জায়গায়৷ লুংলেই পুর এলাকায় চারটি বিধানসভা আসন রয়েছে৷ এই সময়ে সবকটিতে তাঁদের দলের বিধায়ক রয়েছেন৷ নভেম্বরের ভোটে কি কোনওটি ধরে রাখা যাবে? বাকি ৩৬ আসনেও কি লুংলেই পুরভোটেরই হাওয়া বইছে? চিন্তায় এমএনএফ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker