Barak UpdatesHappenings
উদয়ন সংঘের মাঠ বেদখল মুক্ত করল পুরসভা
ওয়েটুবরাক, ২২ অক্টোবরঃ উদয়ন সংঘের মাঠের একাংশ বেদখল নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। গ্রামবাসীদের নিয়ে ক্লাবের সদস্যরা মাঠটিকে বেদখল মুক্ত করার জন্য দফায় দফায় আন্দোলন করেছেন। করেছেন বহু দৌড়ঝাঁপ, সভা-সমিতি। নারী-পুরুষ মিলে কখনও সেটেলমেন্ট অফিসে ধরনা দিয়েছেন, কখনও গিয়েছেন পুরসভায়। আরটিআই করে সংগ্রহ করেছেন সরকারি তথ্য। শেষে নানা নথিপত্রের ভিত্তিতে উদয়ন সংঘ পুরসভাকে বোঝাতে সক্ষম হয়, এলাকাবাসীর ব্যবহারের জন্য পুলিন বিহারী দেব, নলিনীবিহারী দেবের দান করা মাঠটির একাংশ বেদখল হয়ে রয়েছে। তাদের আর্জিতে গত ১৮ অক্টোবর পুরসভা সেখানে উচ্ছেদ অভিযান চালায়। পুলিশ নিয়ে গিয়ে ভেঙে দেয় মাঠের কোণায় গড়ে ওঠা একটি একচালা দালানবাড়ি।
উদয়ন সংঘের সভাপতি শান্তনু দাস (বাচ্চু) বলেন, সে দিন পুরসভা অর্ধেক কাজ করেছে। বাকি কাজটুকুর জন্য চারদিন ধরে অপেক্ষা করছেন তাঁরা। তিনি আশাবাদী, পুরসভা শীঘ্র পুরো মাঠ সাফ-সুতরো করে তাঁদের বুঝিয়ে দেবে। মাঠ বুঝে পেলেই প্রথমে একটা মহিলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন বলে ক্লাব সভাপতি জানিয়েছেন।