Barak UpdatesHappeningsBreaking News
উদয়নগর এনআরএসটিসি’তে অনুশীলন, শিক্ষা-সামগ্রী বিতরণ নিরাময়ের
ওয়ে টু বরাক, ৩ জানুয়ারি : এসএসএ, কাছাড়ের অন্তর্গত তারাপুর উদয়নগর এনআরএসটিসি’তে ‘শিশু সেবা সমারোহ’ করল শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। এর অন্তর্গত শুক্রবার যোগ সচেতনতা কর্মসূচি আয়োজন করা হল নিরাময়ের তরফে। একইসঙ্গে সংস্থানের মহিলা শাখার কর্মকর্তা পুনম বিশ্বাস তাঁর বাবার দ্বিতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে পড়ুয়াদের মধ্যে বিতরণ করলেন শিক্ষা সামগ্রী। শুকনো খাবারও তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীর হাতে। এন আর এস টিসির শিক্ষক-শিক্ষিকার মধ্যে রাজু চন্দ, জয়ন্তী রানি দাস, দুই ডিকিউএম প্রসেনজিৎ দাস ও রিঞ্জয়ভূষণ নাথ, নিরাময়ের তরফে ড.তুহিন দেশমুখ্য, রাহুল চক্রবর্তী, পুনম দেশমুখ্য প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে পড়ুয়াদের যোগ অনুশীলন করানো হয়। প্রতিদিন কমেও কুড়ি মিনিট যোগাভ্যাস-এর মধ্য দিয়ে কীভাবে ছাত্রছাত্রীরা তাদের শরীর-মনকে আনন্দে রাখতে পারে, সুস্থ রাখতে পারে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় নিরাময়ের তরফে। শিক্ষক-শিক্ষিকারাও প্রশিক্ষণ নেন, যাতে করে স্কুলে পড়ুয়াদের যোগ প্রক্রিয়ার এই কলা-কৌশল অভ্যাস করাতে পারেন। বয়স উপযোগী ধ্যান অভ্যাস, প্রার্থনা ও সংকল্পের মধ্য দিয়ে শেষ হয় যোগ অনুশীলন।
ডিকিউএম প্রসেনজিৎ দাসের কথায়, নিরাময় বিনামূল্যে সমগ্র শিক্ষার আবাসিক ও অন-আবাসিক বিদ্যালয়গুলোতে যোগ চেতনা অভিযান, ডিওয়াইপিএস কর্মশালা চালিয়ে যাচ্ছে। তাতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-অশিক্ষক কর্মীরাও উপকৃত হচ্ছেন। তাছাড়া, “শিশু সেবা সমারোহ’র মাধ্যমে খাবারও বিতরণ করা হচ্ছে। দেওয়া হচ্ছে শিক্ষা সামগ্রী। সবমিলিয়ে প্রত্যন্ত অঞ্চলের এই পড়ুয়াদের মধ্যে যোগ চর্চার প্রতি আগ্রহ বাড়াবার যে প্রয়াস চলছে, তাতে সফল নিরাময়। এস এস এ-র সঙ্গে মিলে নিরাময় যোগ শিক্ষা সংস্থানের এই অভিযান আরও বড় পরিসরে পিছিয়ে পড়াদের কাছে পৌঁছাবে, এমন আশা প্রকাশ করেন প্রসেনজিৎ।
নিয়মিত যোগ চর্চার উপকারিতা সম্পর্কে খুব সহজ ভাবে পড়ুয়াদের বলেন ড. তুহিন দেশমুখ্য। বক্তব্য পেশ করেন ডিকিউএম রিঞ্জয়বাবুও। একেবারে শেষ পর্যায়ে প্রত্যেক পড়ুয়ার হাতে শিক্ষা-সামগ্রী ও খাবার তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, পিছিয়ে পড়াদের মধ্যে নিয়মিত যোগ অনুশীলনের গুরুত্ব বোঝাতে তৎপর শিলচর নিরাময় যোগ শিক্ষা সংস্থান। আগামী দিনেও এমন কর্মসূচি চলবে বলে জানান নিরাময়ের কর্মকর্তারা।