Barak UpdatesHappeningsBreaking News

কোভিড ওয়ার্ডে তিলক পুরকায়স্থ, করোনায় আক্রান্ত বরাকের প্রথম সাংবাদিক
Tilak Purkayasthya, 1st journalist from Barak Valley tests COVID positive

১৭ জুলাইঃ কোনও শ্রেণির যোদ্ধাকেই রেহাই দিচ্ছে না করোনা ভাইরাস। চিকিৎসক, পুলিশের পর এ বার আক্রান্ত হলেন সাংবাদিক।

Rananuj

শিলচরের প্রান্তজ্যোতি দৈনিকের বিশ্বকল্যাণ পুরকায়স্থ (ওরফে তিলক) সংক্রমিত হয়ে এখন কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনদিন ধরেই তিনি মাথাব্যথা, সর্দিতে ভুগছিলেন। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজে গিয়ে কোভিড টেস্ট করান। শুক্রবার রিপোর্ট আসে পজিটিভ। ৩১ বছর বয়সী তিলকবাবু ওয়েবপোর্টাল বরাক বুলেটিনের সঙ্গেও জড়িত। পেশাগত কারণেই তাঁকে ঝুঁকিবহুল জেনেও বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হয়েছে। ঠিক কোথা থেকে তিনি সংক্রমিত হলেন, তা স্পষ্ট বলা মুশকিল। ফলে স্বাস্থ্যবিভাগ তাঁর সংস্পর্শে আসা সবাইকে সতর্ক থাকতে বলেছে।

তিলকবাবুই করোনায় আক্রান্ত বরাকের প্রথম সাংবাদিক। তিনি অবশ্য রিপোর্ট জেনেই হোয়াটস অ্যাপে লিখেছেন, ”তিনদিন ধরে আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। পরিবারের সদস্যদেরও গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। দেহ ও মনের দিক থেকে এই সময়ে আমি ঠিক রয়েছি। এখন চিকিৎসা চলবে।”

এ দিকে, শুক্রবার মেডিক্যাল কলেজের প্রথম তালিকায় তিনজনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তিলকবাবু ছাড়াও রয়েছেন মেহেরপুরের দুই যুবক। ৪০ বছর বয়সী উত্তমকুমার দাস ও ৩৪ বছর বয়সী মিটনকুমার সরকার। দুইজনেরই সর্দি-জ্বর সহ নানা উপসর্গ দেখা দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker