Barak UpdatesAnalyticsBreaking News
উদ্যমীদের ক্যারিয়ার গঠনে দিশা দেখাতে শুক্রবার এসএমএ-র সেমিনার, সম্মানিত হবেন ৭ ব্যক্তিত্ব

ওয়ে টু বরাক, ২০ জানুয়ারি : ২১ ফেব্রুয়ারি ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে পালন করবে এসএমএ অর্থাৎ শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এ দিন একইসঙ্গে ১৮তম প্রতিষ্ঠা দিবসও পালন করবে এসএমএ। শহরের অম্বিকাপট্টির বড়াইল হোমসে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের এন্টারপ্রিনিয়রদের ঝঞ্ঝাটমুক্ত কাজের দিশা দেখাতেই একাধিক পরামর্শ দেওয়া হবে। এ অঞ্চলের উদ্যমীরা কীভাবে ব্যবসার ক্ষেত্রে সঠিক পথ নির্বাচন করতে পারেন, একজন এন্টারপ্রিনিয়র হিসেবে সামনে আসা বাধা অতিক্রম করতে পারেন, তা নিয়ে বিকেল সাড়ে তিনটায় কি-নোট ভাষণ দেবেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাজ মেহতা।
এছাড়াও আরও তিনজন প্যানেলিস্ট বিভিন্ন বিষয়ের ওপর এ দিন বক্তব্য পেশ করবেন। এঁরা হলেন ভারত ও দক্ষিণ এশিয়ার প্রাক্তন ক্লায়েন্ট কভারেজ প্রধান রাজীব মোহতা, আদিত্য বিড়লা গ্রুপের মার্কেটিং শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিরঞ্জীব ধর ও করিমগঞ্জের টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা তথা সিইও ঋষিরাজ ভট্টাচার্য।
সংগঠনের পক্ষে চেয়ারম্যান বিবেক পোদ্দার, সম্পাদক অমিত কুমার দাস, দেবজ্যোতি স্বামী ও রুদ্রনারায়ণ গুপ্তরা জানান, প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে এ দিন দ্বিতীয়বারের মতো ৭টি ক্যাটেগরিতে বিভিন্ন ক্ষেত্রের সেরা ব্যক্তিত্বদের সম্মাননা তুলে দেওয়া হবে। সে অনুযায়ী, এ বছর লাইফটাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাসকে। এ দিন অন্যান্য ক্ষেত্রে সম্মান পাবেন মহাবীর প্রসাদ জৈন, বিজয়কৃষ্ণ নাথ, বাদল পাল, ঋষিরাজ ভট্টাচার্য, সানালেম্বী দেবী ও কুণাল কংসবণিককে।