Barak UpdatesHappeningsBreaking News
উদয়ের পথে-র সচেতনতা অভিযান, মাস্ক বিতরণ
ওয়েটুবরাক, ২১ এপ্রিল: নিজেকে বাঁচান, দেশকে বাঁচান৷ এই শ্লোগানকে সামনে রেখে অতিমারি পর্বে সচেতনতা অভিযানে নামল এনজিও ‘উদয়ের পথে’৷ সকলকে বুঝিয়ে বলেন, কোভিড সংক্রমণ থেকে বাঁচতে হলে সকলকে মাক্স লাগানো চাই৷ সবসময় হাত ধোয়া ও অপ্রয়োজনে মানুষের ভিড় এড়িয়ে চলা খুব জরুরি। উদয়ের পথে এনজিও-র কর্মকর্তা-সদস্যরা শহরের বিভিন্ন জায়গাতে এই প্রচার চালান।
শুধু মাস্ক পরার কথা বলেই দায়িত্ব শেষ করেননি তাঁরা, গোলদীঘি মিউনিসিপ্যাল মলের সামনে এবং রেলস্টেশন চত্বরে ৫০০ মাক্স বিতরণও করেন। এই কার্যসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব, পিংকি দাস, শিপ্রা চক্রবর্তী, অলকা দেব, মমি দেব, তপোজ্যোতি দে, নিরুপম দে, মৃত্যুঞ্জয় দাস, অমিত অধিকারী, রুমকি দাস প্রমুখ।