NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বের সিলেটি যুবক ব্রিটেনের বার্মিংহামে কাউন্সিলর পদে লড়ছেন
ওয়েটুবরাক, 31 জানুয়ারিঃ উত্তর ত্রিপুরার কাঞ্চনবাড়িতে তাঁর জন্ম, বেড়ে ওঠা। শ্বশুরবাড়ি শিলচরের গ্রিনপার্কে। বর্তমানে থাকেন ব্রিটেনের বার্মিংহামে। সেখানকার সিটি কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ পার্টি অলক চন্দকেই এ বার প্রার্থী মনোনীত করেছে। বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে এই প্রথম কোনও বাঙালিকে প্রার্থী করল। তিনি লড়ছেন সেখানকার বিরচফিল্ড ওয়ার্ডে। ভোটগ্রহণ মে মাসে।
অলকবাবুর নানা সমাজসেবামূলক কাজকর্মই কনজারভেটিভ নেতৃত্বকে আকৃষ্ট করে। তিনি ব্রিটেনে বসবাসকারী ভারত ও বাংলাদেশ মূলের মানুষদের সেবায় দিনভর ছুটোছুটি করেন। উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি সব সময় বিশেষ টান বোধ করেন সিলেটি অরবিন্দ চন্দ ও অঞ্জলি চন্দের এই ব্রিটেনবাসী পুত্র। কোভিড পরিস্থিতিতে অলকবাবু শিলচর মেডিক্যাল কলেজ ও কুমারঘাট হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দান করেন। ভারতের বাইরে বসবাসকারী বাঙালি হিন্দুদের সংগঠন বেঙ্গলি হিন্দু আদর্শ সংঘের কার্যকরী সদস্য, সরস্বতী কালচারাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক।