Barak UpdatesHappeningsBreaking News
ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের মানব বন্ধন কর্মসূচি স্থগিত
ওয়েটুবরাক, ১৭ জুন : দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ‘অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন’র কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আগামী ১৯ জুন সোমবার বিকেল ৫ টার প্রস্তাবিত মানব বন্ধন কার্যসূচি সাময়িক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি ড. তপোধীর ভট্টাচার্য জানান, শহরের নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য নাগরিকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন৷ এই অবস্থায় ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলনে সামিল হওয়া জনগণের পক্ষে সম্ভব হবে না। তাই বিশেষ পরিস্থিতিতে প্ৰিপেড স্মাৰ্ট মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক আন্দোলন কার্যসূচি সাময়িক পরিবর্তন করতে হচ্ছে। তবে এই ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে প্রচার চালিয়ে যাওয়া হবে এবং আবহাওয়া অনুকূল হলে মানব বন্ধনের পরবর্তী দিন ঠিক করে জনসাধারণকে তাতে সামিল হতে আহ্বান জানানো হবে।
তাঁর কথায়, বেআইনি ভাবে চাপিয়ে দেওয়া প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন গোটা রাজ্যে এখন গড়ে উঠছে। কর্পোরেটদের সাথে গোপন চুক্তি করে আসাম সরকার একতরফাভাবে প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের বন্দোবস্ত করেছিল, কিন্তু সচেতন জনগণ এর পেছনে লুকিয়ে থাকা রহস্য বুঝতে পেরেছেন এবং তা প্রত্যাহারের দাবিতে আন্দোলন গড়ে তুলছেন। “অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন, কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটিও এই ব্যবস্থা প্রত্যাহার না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন।