Barak UpdatesHappeningsBreaking News
ইয়ুথ কমিশনের শিলচর কোচিং সেন্টার এখনই চালুর দাবিতে সরব থাউজেন্ড সায়ন্তন
ওয়েটুবরাক, ৪ এপ্রিল : ডিব্রুগড়ে কয়েক মাস আগেই আসাম সরকারের ইয়ুথ কমিশনের উদ্যোগে ভারতের সুপরিচিত কোচিং ইনস্টিটিউটের সাথে টাই-আপে নিট-জেইইর কোচিং সেন্টার শুরু হয়েছে। উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ঠিক একই ধরনের কোচিং সেন্টার খোলা হবে শিলচর এবং তেজপুরে৷ পরবর্তীতে হবে আরও অনেক জায়গায়। শিলচরের যুব সংগঠন থাউজেন্ড সায়ন্তন অনেকদিন ধরেই বিভিন্নভাবে রাজ্য সরকারের কাছে দাবি রেখে আসছে, সম্পূর্ণ বরাকের ছেলেমেয়েদের সুবিধার্থে এই সেশন থেকেই শিলচরেও যেন এই ধরনের সেন্টার চালু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সবাই এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার চিঠি পাঠানো হয়েছে রাজ্য ইয়ুথ কমিশনের সেক্রেটারি এবং চেয়ারম্যানের কাছে। কপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরেও। চিঠিতে তারা বলেছেন, হায়ার সেকেন্ডারি সেশন শুরু হচ্ছে এই মাস দুয়েকের মধ্যেই৷ সাধারণত হায়ার সেকেন্ডারি পড়ার পাশাপাশি ছেলেমেয়েরা নিট-জেইই ইত্যাদির কোচিং নিয়ে থাকে৷ তাই এই এপ্রিল-মে জুনের মধ্যে পুরো বরাকের জন্য শিলচরে যেন সরকারি টাই-আপের এই কোচিং ব্যবস্থা চালু হয়। এতে করে অনেক সাধারণ ঘরের ছেলেমেয়েরা, আর্থিকভাবে খানিকটা দুর্বল পরিবারের মেধাবী ছেলেমেয়েরাও এই ধরনের কোচিংয়ের সুযোগ পাবেন৷ এই ধরনের সেন্টারে ভর্তির জন্য আসাম সরকার প্রয়োজনীয় স্কলারশিপ দেবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। থাউজেন্ড সায়ন্তন চায়, এই সুযোগ বরাকের ছেলেমেয়েরাও পাক এবং তা হোক এই সেশন থেকেই।