Barak UpdatesHappeningsBreaking NewsFeature Story
ইমাদউদ্দিন বুলবুলের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি, লিখেছেন ধর্মানন্দ দেব
//ধর্মানন্দ দেব//
সাহিত্যিক ইমাদউদ্দিন বুলবুল আর নেই। “সুরমা নদীর চোখে জল” উপন্যাসের মরমী স্রষ্টা, উনিশের ভাষা সৈনিক, বরাকের অন্যতম শ্রেষ্ঠ মানবতাবাদী ও প্রতিবাদী মানুষটি আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তার এই অকালপ্রয়াণ আমাদের সমাজের জন্য এক গভীর ক্ষতি।
ঠিক যে মুহূর্তে এই মহীরুহ পতনের নিদারুণ সংবাদটি বুকে শেলের মতো বিঁধল আমার, তার মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি আমাদের মাঝে ছিলেন। বরাবরের মতোই সেদিনও তাঁর সঙ্গে ফোনে দীর্ঘ কথা হয়েছিল। বিষয় ছিল আমার নতুন বই প্রকাশ। তিনি নিজের আগ্রহে বই প্রকাশের দিনে নিমন্ত্রণের কথাও বলেছিলেন। অথচ সেই মানুষটি হঠাৎ করে আর নেই… একেবারে কোথাও নেই।
তাঁর এই অপ্রত্যাশিত প্রস্থান মেনে নেওয়া সত্যিই কঠিন। তিনি শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন এক মানবতাবাদী চিন্তাবিদ, এক প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি বরাক বাংলার সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মতো মানুষের অনুপস্থিতি আমাদের জীবনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
“সুরমা নদীর চোখে জল” তার সাহিত্যিক মেধার এক অনন্য উদাহরণ। তার প্রতিটি রচনা মানবতার প্রতি তার গভীর প্রেম, সমাজের প্রতি তার দায়বদ্ধতা এবং শোষণ-অবিচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী মনোভাবকে প্রকাশ করে। তিনি ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রণী সৈনিক, যিনি আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেকে উজাড় করে দিয়েছিলেন।
তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে। তার প্রেরণা, ভালোবাসা, এবং সাহচর্য আমার জীবনের এক মূল্যবান সম্পদ। তাঁর দেওয়া প্রতিটি উপদেশ, তাঁর প্রতিটি অনুপ্রেরণা আমাকে সবসময় এগিয়ে নিয়ে গিয়েছে।
তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি প্রার্থনা করি, তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক। তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন তার কর্ম, আদর্শ এবং সাহিত্যকীর্তির মাধ্যমে। ইমাদউদ্দিন বুলবুল, আপনি ছিলেন এবং চিরকাল থাকবেন আমাদের অনুপ্রেরণা।