Barak UpdatesSportsBreaking News
ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর উদযাপন, ২৩ ফেব্রুয়ারি প্রভাতফেরিতে সূচনা

ওয়ে টু বরাক, ২০ ফেব্রুয়ারি : ক্লাবের ১২৫ বছর উদযাপন উপলক্ষে ২০২৫ সাল জুড়ে একের পর এক ইভেন্টের আয়োজন করেছে শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাব। ২৩ ফেব্রুয়ারি প্রভাত ফেরির মাধ্যমে বছরব্যাপী কার্যসূচির সূচনা হবে। এই প্রভাতফেরি সকাল ৭টায় ইন্ডিয়া ক্লাবের নিজস্ব মাঠ থেকে বেরিয়ে সার্কিট হাউস রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে যাবে রাঙ্গিরখাড়ি। সেখান থেকে আবার ফিরে আসবে ইন্ডিয়া ক্লাব মাঠে।
এই প্রভাত ফেরির পর মাঠেই হবে কুচকাওয়াজ প্রতিযোগিতা। এতে বিভিন্ন স্কুল-কলেজ, সংস্থা-সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, টেবিল টেনিস, ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা। অর্থাৎ এবার পুরো বছর জুড়েই নানাধরনের অনুষ্ঠান রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।