Barak UpdatesHappeningsBreaking News
ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের উত্তর-পূর্বের জোনাল কো-অর্ডিনেটর পদে শতাক্ষী
ওয়েটুবরাক, ২৯ জুলাই : ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট রিজিওনের জোনাল কো-অর্ডিনেটর পদের দায়িত্ব পেলেন শতাক্ষী ভট্টাচার্য। অ্যাসোসিয়েশনের দিল্লি স্থিত প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে নিযুক্তিপত্র তুলে দেন সেক্রেটারি জেনারেল সুবোধ তিওয়ারি ৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাবনা পুরী, ববিতা সাক্সেনা প্রমুখ।
প্রসঙ্গত, সঠিক যোগ শিক্ষার প্রচার-প্রসারে দেশ সহ বিদেশে নিয়ত কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশন। এতে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন যোগ ও স্পিরিচুয়াল মাস্টাররা। আর উত্তর-পূর্বের ৮ টি রাজ্যে যোগ শিক্ষাকে পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক রূপ দিতেই কার্যত এই জোনাল কো-অর্ডিনেটর নিয়োগ করল আইওয়াইএ।
এ দিকে নিরাময়ের যোগ চেতনা অভিযানের অন্তর্গত দিল্লির স্যাফায়ার ইন্টারন্যাশনাল স্কুলে “ডেইলি যোগ প্র্যাকটিসেস ফর ওয়েলনেস” শীর্ষক এক ওয়ার্কশপও পরিচালনা করেন শতাক্ষী। বিভিন্ন ক্লাস থেকে নির্বাচিত পড়ুয়ারা অংশ নেয় কর্মশালায়। সহযোগিতা করেন সাথী দেব, নভস্বতী ভট্টাচার্য। কর্মসূচি শেষে একটি ফিডব্যাক লেটার নিরাময়ের ডিরেক্টরের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও যোগ চেতনা অভিযানে ব্যাপক সফল হওয়ায় নিরাময়কে সম্মানিত করে ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনও।