Barak UpdatesHappeningsBreaking News
ইন্ডিয়া স্টাইল ফ্যাশন উইকে শোজটপার হিসেবে র্যাম্প মাতালেন স্মিতা
ওয়ে টু বরাক, ২৯ অক্টোবর ঃ গুরগাওয়ে ইপিসি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভিএলসিসি ইন্ডিয়া ফ্যাশন উইকে শোজ টপার হিসেবে র্যাম্প মাতালেন ড. স্মিতা দেব। মিসেস ইউনিভার্স-এর ফাইনালিস্ট, মায়রা ক্রিয়েশন এবং এনজিও মায়রার ডিরেক্টর স্মিতা ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার জারিনা লস্করের নিজের হাতে বোনা ডেনিম লেহেঙ্গা পোশাaক পরে র্যাম্প ওয়াক করেন। শো-এর অর্গানাইজার হিসেবে ছিলেন বলিউড ফ্যাশন ডিরেক্টর কৌশিক ঘোষ।
উল্লেখ্য, ব্যক্তির জীবন ও নিজেকে দেখার ধরণ, চাপ মোকাবিলার ক্ষমতা, দূরদর্শিতা, আত্মবিশ্বাস, চিন্তা, আবেগের ধরণ ইত্যাদি বৈশিষ্ট্যের সমন্বয়ে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয়। মেধার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের ধরণ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যক্তির চিন্তার ধরণ, ইতিবাচক জীবনবোধ, আত্মনিয়ন্ত্রণ, নিজের ও কাজের প্রতি বিশ্বাস ইত্যাদি নানা কিছুই তাকে অনেকের মধ্যে অনন্য করে তোলে। অনন্য এই বৈশিষ্ট্য নিয়েই তিনি কলেজে অধ্যাপনার কাজ করেন।
এর আগেও লোকসভা ও দিল্লির দূরদর্শন কেন্দ্রেও কাজ করেছেন। অন্যদিকে তিনি চলচ্চিত্র নির্মাতা, এবং সফল মডেল। বর্তমানে তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শেষ করে পোষ্ট ডক্টরেল বিষয়ে নিয়ে পড়ালেখা করছেন। বর্তমানে তিনি গুয়াহাটির বাসিন্দা।