NE UpdatesHappeningsBreaking News
আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি, ধুবড়ির প্রাক্তন এডিসি গ্রেফতার
২৪ আগস্ট : অসৎ উপায়ে বিশাল পরিমাণ সম্পত্তির মালিক হওয়ায় ধুবড়ি জেলার প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সাইবার রহমানকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। ২০০২ সালের এসিএস আধিকারিক সাইবার রহমানকে দুর্নীতি নিবারক ও তদারকি শাখা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলে অভিযোগ দাখিল করা হয়েছিল। এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে তার বিরুদ্ধে অসদুপায়ে বৃহৎ পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে।
এই আধিকারিকের আয়ের উৎস থেকে ৯৫ শতাংশ অধিক সম্পত্তি ধরা পড়েছে। ধুবড়ির এই প্রাক্তন অতিরিক্ত জেলাশাসকের অস্থাবর সম্পত্তির মূল্য ৬ কোটি ৩৮ লক্ষ ১২ হাজার ১৮৮ টাকা। এর বিপরীতে এই আধিকারিকের স্থাবর সম্পত্তির পরিমাণ শুধু অসামঞ্জস্যই নয়, এই সম্পত্তির পরিমাণ চোখ কপালে ওঠার মতো। রাজ্যের মোট ৮৯টি স্থানে এই আধিকারিক নিজের ও তার দুই স্ত্রীর নামে জমি ক্রয় করেছেন। তার নামে থাকা রেজিস্ট্রিকৃত মোট জমির মূল্য ১০০ কোটি টাকার থেকেও বেশি বলে জানা গেছে।