India & World UpdatesHappeningsBreaking News
আয়ুষ্মান ভারত প্রকল্পে বিশাল কেলেঙ্কারি, প্রকাশ্যে আনল ক্যাগ
ওয়েটুবরাক, ১১ আগস্ট : এক মোবাইল নম্বরে নথিভু্ক্ত প্রায় সাড়ে ৭ লক্ষ অ্যাকাউন্ট! কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন মৃতেরাও! ক্যাগ রিপোর্টে প্রকাশ্যে এল আয়ুষ্মান ভারত প্রকল্পের কেলেঙ্কারি।
আরও কয়েকটি ভুয়ো নম্বরেও প্রায় ২ লক্ষ নাম রেজিস্ট্রেশন হয়েছে, চাঞ্চল্যকর দাবি করা হয়েছে লোকসভায় পেশ করা ক্যাগ রিপোর্টে। প্রায় ৯৬ হাজার অ্যাকাউন্ট নথিভুক্ত ৯০০০০০০০০০ নম্বরে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ অ্যাকাউন্ট নথিভুক্ত হয়েছে ভুয়ো নম্বরে। এই অ্যাকাউন্টগুলির মধ্যে কেউ টাকা পেয়ে থাকলে সেই টাকা কোথায় গেল, সে প্রশ্নও উঠছে। এছাড়াও একাধিক রাজ্যে দেখা যাচ্ছে, চিকিৎসা চলাকালীন কোনও রোগীর মৃত্যু হওয়ার পরও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসার খরচ বাবদ অর্থ বরাদ্দ করা হচ্ছে। এই সংখ্যাটাও প্রায় ৮০ হাজার। ক্যাগের রিপোর্ট অনুযায়ী আয়ুষ্মান ভারতে নথিভুক্ত প্রায় ৪৩ হাজার পরিবার এমন রয়েছে, যাদের সদস্য সংখ্যা ১৫ জন থেকে শুরু করে ২০১ জন পর্যন্ত।