Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে ‘আই-ইউ-সি-এন’-এর কর্মশালা
ওয়েটুবরাক, ১১ মার্চ : বরাকের অববাহিকা অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি প্রক্রিয়াগুলি উন্নততর করার লক্ষ্যে, আন্তর্জাতিক সংস্থা ‘আই-ইউ-সি-এন’ এবং আসাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি উদ্যোগ হাতে নিয়েছে। এর প্রথম ধাপে আগামী ১২-১৪ মার্চ, ২০২৪ ইং বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগে একটি কর্মশালা আয়োজিত হতে চলেছে।
‘মেঘনা নদীর অববাহিকা অঞ্চলে (অর্থাৎ এদেশের বরাক নদী) পরিবেশ/ বাস্তুতন্ত্র/জলবায়ু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রকৃতি তথা বাস্তুতন্ত্র ভিত্তিক সমাধানের প্রয়োগ’ (Dialogue and Capacity building Workshop on the application of Nature/ecosystem-based Solutions (NbS) for climate resilience in the Meghna River basin in India)-ই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার মুখ্য আলোচ্য বিষয়।
তৃতীয় দিন (অর্থাৎ ১৪ মার্চ, ২০২৪) কর্মশালায় অংশগ্রহণকারী দেশ বিদেশের সবাই নৌকাযোগে লক্ষীপুর থেকে জিরিমুখ ঘুরে দেখবেন, স্থানীয় লোকদের সাথে কথাবার্তা বলার পর যদি ঠিকঠাক মনে হয়, তাহলে সম্ভবতঃ কাছাড় জেলার পূর্বপ্রান্তকেই দ্বিতীয়, অর্থাৎ, প্রকৃতি-ভিত্তিক সমাধান কর্মসূচির জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হবে।