Barak UpdatesHappeningsBreaking News

স্বয়ম্ভরাকে ব্যাঙ্ক অব বরোদার ছয়টি সেলাই মেশিন

ওয়েটুবরাক, ১৭ জুলাইঃ সমাজের পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বয়ম্ভর করে তোলার জন্য অনেকদিন ধরে কাজ করে চলেছে স্বয়ম্ভরা ট্রাস্ট৷ বহু মহিলা সেখানে সেলাই কাজ শিখে আজ একেই পেশা করে নিয়ে সংসার প্রতিপালন করছেন৷  স্বয়ম্ভরার এইসব কর্মকাণ্ড প্রত্যক্ষ করে ব্যাঙ্ক অব বরোদা এই কাজে  তাদের পাশে এসে দাঁড়িয়েছে৷  তাদের শিলংপট্টি শাখা সোমবার স্বয়ম্ভরাকে ছয়টি সেলাই মেশিন প্রদান করে৷ সেগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি মেশিন৷ এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ট্রাস্টের প্রধান, প্রাক্তন পুরপতি শান্তনু দাস৷

Rananuj

এ দিকে, লায়ন্স  এবং লিও ক্লাব অব শিলচর ভিশনের পক্ষ থেকে রবিবার মালুগ্রাম স্থিত স্বয়ম্ভরা-তে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়৷ ডা. শিবাশিস পাল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দেন৷ আয়োজকদের পক্ষ থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিনা মাশুলে ওষুধ প্রদান করা হয়৷ এ দিনের স্বাস্থ্যশিবিরে বেশ সাড়া পড়ে৷ এমন উদ্যোগ গ্রহণের জন্য লায়ন্স এবং লিও ক্লাব অব শিলচর ভিশনকে স্বয়ম্ভরার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker