Barak UpdatesHappeningsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে বুধবার সি২০-র আলোচনা সভা
ওয়েটুবরাক, ১১ এপ্রিল : বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্র সংস্কৃতি ইনস্টিটিউট এবং আসাম বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে আগামী ১২ এপ্রিল বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটরিয়ামে সকাল সাড়ে ১১টা থেকে এক আলোচনা সভার আয়োজন করেছে ।
বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী হল সিভিল২০ এনগেজমেন্ট গ্রুপের প্রাতিষ্ঠানিক অংশীদার, যারা বৈচিত্র্য, অন্তর্ভুক্তি, পারস্পরিক সম্মান —সিভিল২০-র এই বিষয়ে আলোচনা ও পরামর্শ এগিয়ে নেওয়ার দায়িত্বে রয়েছে ।
বুধবারের আলোচনা সভায় বরাক উপত্যকা থেকে ৪০টিরও বেশি নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কীভাবে তারা সারা দেশে নির্ধারিত থিমের প্রয়োগে ভূমিকা নেবেন সে সম্পর্কে তাঁদের মতামত সবার কাছে তুলে ধরবেন। আগামী ১০ এবং ১১ মে অরুনাচল প্রদেশের নামসাইতে অনুষ্ঠিত হবে সিভিল২০-র চূড়ান্ত সেমিনার। সেখানে উপস্থাপনের জন্য সুপারিশ আকারে তাদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হবে।
নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং গবেষকরা এই আলোচনা সভায় অংশ নেবেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আর এম পন্থ মূল বক্তব্য প্রদান করবেন। সভা পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোলাঙকল গঙ্গাভূষণ মল্লেশাম। বিবেকানন্দ কেন্দ্র সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পরিমল চন্দ্র ভট্টাচার্যও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।