NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
আসাম জুডিশিয়াল পরীক্ষায় অসমিয়ার সঙ্গে বাংলাকেও অন্তর্ভুক্ত করার দাবি
ওয়েটুবরাক, ১৮ জুলাই : আসাম জুডিশিয়াল পরীক্ষায় একটি পেপার থাকে অসমিয়া ভাষাশিক্ষা৷ বরাক উপত্যকার প্রার্থীদের জন্য অসমিয়ার পরিবর্তে ওই পেপারটি বাংলা ভাষাশিক্ষা করার দাবি জানাল বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ তারা এই দাবিতে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি সুধাংশু ধুলিয়ার কাছে স্মারকলিপি পাঠান৷ দুই আহ্বায়ক পার্থ দাস ও জওহর তারণ বলেন, আসাম জুডিশিয়াল সার্ভিস (এ.জে.এস) পরীক্ষায় একটি ৫০ মার্কের বাধ্যতামূলক অসমিয়া ভাষার পেপার থাকে। আসাম একটি বহুভাষিক রাজ্য এবং এখানে বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন। বিশেষত বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা এবং বরাকের সরকারি ভাষা বাংলা।কিন্তু পরীক্ষায় এমআইএল অসমিয়া ভাষা থাকায় বরাক উপত্যকার অনঅসমিয়া ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং অন্যান্যদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। শুধু অসমিয়া ভাষায় কম নম্বর পাওয়ার জন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী আসাম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় অসফল হচ্ছে।
তাই বিডিএফের দাবি, আসাম জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় ভাষার পেপারে বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করা হোক।