NE UpdatesHappeningsBreaking News
আসাম-অরুণাচল সীমা বিবাদ : মন্ত্রী পর্যায়ের বৈঠক
গুয়াহাটি, ২১ ডিসেম্বর : আসাম-অরুণাচল প্রদেশ সীমা বিবাদ নিয়ে মন্ত্রী পর্যায়ে দুটি রাজ্যের আঞ্চলিক কমিটির বৈঠক বুধবার গুয়াহাটির জনতা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসামের হয়ে মন্ত্রী অতুল বরা এবং অরুণাচল প্রদেশের পক্ষে উপ মুখ্যমন্ত্রী চৌনা মেইন সহ দুই রাজ্যের আঞ্চলিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অতুল বরা বলেছেন, এই বৈঠকে দুটি রাজ্যের সীমা বিবাদ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। দুটি জেলার আঞ্চলিক কমিটি বোঝাপড়ার মাধ্যমে সহমতে উপনীত হয়েছে। দুটি রাজ্যের মধ্যে থাকা ইস্যুগুলো মীমাংসা করা হয়েছে এবং এ ব্যাপারে একটি সমঝোতায় স্বাক্ষর করা হয়েছে। এই আলোচনার প্রতিবেদন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দেওয়া হবে। তারপরই কেন্দ্র সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, এর আগে নামসাইয়ে দুটি আঞ্চলিক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিবদমান এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবহিত হন দুটি আঞ্চলিক কমিটির সদস্যরা। সেভাবে আঞ্চলিক কমিটির আরও কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। এরপর বুধবার পুনরায় বৈঠকে বসে খোলামেলা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছে।