NE UpdatesBarak UpdatesBreaking News
আসামে এ বার বঙ্গভাষী অসমিয়া মঞ্চ গড়ছে এজেপি
১৩ ফেব্রুয়ারি : বহিরাগতদের জন্য আসামে বসবাসকারী মূল বাংলাভাষীরা যাতে সমস্যার মুখে না পড়েন, সেজন্য ভোটের মুখে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে অসম জাতীয় পরিষদ। বাংলাভাষী অসমিয়াদের নিয়ে বঙ্গভাষী অসমিয়া শক্তি গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে দল। এক সাংবাদিক বৈঠকে পরিষদের সহ সভাপতি অদীপ ফুকন অভিযোগ করেন, বিজেপি নানা প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে মূলত বাঙালিদের সমস্যার মুখে ফেলে দিচ্ছে। নাগরিকত্ব আইনের নামে সংঘাত ও বিভাজনের পরিবেশ তৈরি করেছে এই দল। তা এজেপি কোনওভাবেই বরদাস্ত করবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মানুষের রাজনৈতিক ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলতে পারে এমন একটি মঞ্চ তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে। মূলত এ নিয়েই কাজ করছে এজেপি। ইতিমধ্যে এর গঠন নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ফুকন আরও বলেন, নাগরিকত্ব আইন আসামে বহাল হলে পরিণতি ভাল হবে না। তবে আসাম জাতীয় পরিষদ কোনও অবাস্থাতেই সিএএ আসামে লাগু হতে দেবে না।