NE UpdatesHappeningsBreaking News

আসামের ৫ আসনই জিতল বিজেপি জোট

ওয়েটুবরাক, ২ নভেম্বর: আসামে পাঁচে পাঁচ।  উপনির্বাচনে শাসকজোটেরই জয়জয়কার৷ মরিয়নি ও থাওরায় দুই বিধায়ক রূপজ্যোতি কুর্মী ও সুশান্ত বরগোঁহাই ফের জিতলেন। তবে এ বার আর কংগ্রেস টিকিটে নয়, জয়ী হলেন বিজেপি প্রার্থী হিসাবে৷ রূপজ্যোতি ৪০, ১০৪ ভোট ও সুশান্ত ৩০,৫৬১ ভোটের ব্যবধানে জিতেছেন।

ভবানীপুরে জয়ী হলেন ইউডিএফ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক ফণীধর তালুকদার৷ ব্যবধান ২৫,৬৪১ ভোটের। গত বার মাত্র ৩২২৭ ভোটে জিতেছিলেন তিনি।

বড়োল্যান্ডের গোসাইগাঁওতে ইউপিপিএলের জিরণ বসুমাতারি ২৮,২৫২ ভোটে জিতলেন। তামুলপুরে ৫৭,০৫৯ ভোটের ব্যবধানে জিতলেন ইউপিপিএলের জোলেন দৈমারি।

এই ফলাফলের পরে ১২৬ আসনের বিধানসভায় মাজুলি এখনও শূন্য রয়েছে৷ বাকি ১২৫ আসনে বিজেপির বিধায়ক সংখ্যা ৬২। অগপ ৯, ইউপিপিএল ৭৷ সব মিলিয়ে মিত্রজোটের  ৭৮। বিরোধী শিবিরে কংগ্রেস ২৭, সিপিএম ১, ইউডিএফ ১৫, বিপিএফ ৩ ও রাইজর দল ১৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker