NE UpdatesHappeningsBreaking News
আসামের মিজোরাম হাউসগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ডিসি-এসপিদের নির্দেশ, ড্রাগস নিয়েও সতর্কতা
ওয়েটুবরাক, ২৯ জুলাই ঃ আসামের মিজোরাম হাউসগুলির দিকে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্ট জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে গুয়াহাটি এবং শিলচরেই মিজোরাম হাউস রয়েছে। সেগুলির নিরাপত্তা নিশ্চিত করতে কামরূপ মেট্রো এবং কাছাড়ের জেলাশাসক উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে। একই নির্দেশ দেওয়া হয়েছে গুয়াহাটির পুলিশ কমিশনার এবং কাছাড়ের পুলিশ সুপারকে৷ বৃহস্পতিবার দুই জায়গাতেই স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। ওই প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই নির্দেশিকা বলে অনুমান করা হচ্ছে।
এ দিকে, আসাম পুলিশ যে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, তাকে অব্যাহত রাখার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মাত্র দুই মাসে ৯১২টি মামলা নথিভুক্ত হয়েছে, ১৫৬০ জন ধরা পড়েছে, ২০ কেজি ৬৭৮ গ্রাম হেরোইন, ১৫ কেজি আফিম এবং ১.৯ কেজি মরফিন বাজেয়াপ্ত করা হয়েছে।
রাজ্য সরকারের কমিশনার-সচিব এমএস মণিভান্নান জানান, ওইসব অভিযানে দেখা গিয়েছে, মাদক দ্রব্যের অধিকাংশ বিদেশ থেকে মিজোরাম হয়েই আসামে ঢোকে। তাই মিজোরাম থেকে আসা সমস্ত গাড়ি খুব ভাল করে পরীক্ষা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আসামে ঠিক ঢোকার সময়েই ঠিকঠাক তল্লাশি করা চাই। আর তল্লাশির পরে কোনও মাদক নেই বলে নিশ্চিত হয়ে সাব-ইন্সপেক্টর পদমর্যাদা বা তদূর্ধ্ব অফিসাররা গাড়িগুলিকে আসামে প্রবেশের ছাড়পত্র দেবেন।