Barak UpdatesHappeningsBreaking News
আলফা, ডিএনএলএর সঙ্গে চুক্তি সরকারের বড় সাফল্য, প্রজাতন্ত্র দিবসে দাবি পরিমলের
ওয়েটুবরাক, ২৬ জানুয়ারি : আলফা এবং ডিএনএলএর মতো জঙ্গিদের সঙ্গে চুক্তি সম্পাদন করে হিমন্ত বিশ্ব শর্মার সরকার রাজ্যে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করেছে৷ প্রজাতন্ত্র দিবসে শিলচরে আয়োজিত জেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে এই কথা বলেন পরিবহন, আবগারি ও মৎস্য দফতরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ এ দিন তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের অভিবাদন গ্রহণ করেন৷
মন্ত্রী পরিমল বিশেষ করে আলফা চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন৷ বলেন, কয়েক দশক ধরে চলা বিদ্রোহের এক সফল প্রক্রিয়া৷ তা শান্তির এক নতুন যুগের সূচনা করেছে৷
মন্ত্রী এই সরকারের সাফল্যের কথায় বিভিন্ন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমা বিবাদের অবসান, বাল্য বিবাহ রোধে নানা ব্যবস্থা গ্রহণেরও উল্লেখ করেন৷