Barak UpdatesCultureBreaking News
আর্য সংস্কৃতির বিজয়া সম্মেলন
৭ নভেম্বর: আর্য সংস্কৃতি বোধনী সমিতির ৪৩ বছর পূর্তি উৎসব, বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর, সমিতির নিজস্ব কার্যালয় আর্য ভবনে। সন্ধ্যা ঠিক ৫টা ৩০মিনিটে বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ সংস্কৃতজ্ঞ অমরেন্দ্র ভট্টাচার্যের হাত ধরে ভারতমাতার প্রতিকৃতির সামনে দীপ প্রজ্জ্বলিত হয়। এদিন তাঁর ৮১তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে তাঁকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
বক্তব্যে সমিতির মুখ্য সংযোজক গৌতম ভট্টাচার্য সংস্থার জন্মলগ্নের নানা দিক তুলে ধরেন। জানান, অমরেন্দ্রবাবুই সংস্থার নামকরণ করেছিলেন৷ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অমরেন্দ্র ভট্টাচার্য, দিব্যেন্দু কর, নিবেদিতা দাস, তপনজ্যোতি রায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন সমর্পিতা ভট্টাচার্য, রত্নেশ্বর নাথ, অশেষ ভট্টাচার্য, অনিমা ভট্টাচার্য, শিবাজী চক্রবর্তী, শিল্পী ভট্টাচার্য, মৌসুমী কর, পম্পা ভট্টাচার্য। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সব ধরনের সাবধানতা মেনে মিষ্টিমুখ করে সকলের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয় এবং জাতীয় সংগীত গেয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। গোটা আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন বিশ্বজিৎ সাহা,বেদব্রত বিশ্বাস এবং সিদ্ধার্থ শংকর চক্রবর্তী।