India & World UpdatesHappeningsBreaking News
আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গবেষণায় তিনজনকে নোবেল পুরস্কার
ওয়েটুবরাক, ১৫ অক্টোবর : ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন এ বার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
কীভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং কীভাবে তারা সমৃদ্ধির উপর প্রভাব ফেলে সে বিষয়ে গবেষণার জন্য তাঁদের নোবেল পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
ড্যারন অ্যাসেমোগ্লু এবং সাইমন জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজ করেন৷ জেমস এ.রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক।