Barak Updates
আরজি কর কাণ্ড : প্রতিবাদে গর্জে উঠল করিমগঞ্জও
ওয়েটুবরাক, ১৭ আগস্ট : আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে করিমগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গর্জে উঠলেন। শম্ভুসাগর উদ্যানের রবীন্দ্র মূর্তির পাদদেশে মাটির প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাতে সামিল হন তাঁরা। শহরের প্রায় অর্ধ শতাধিক সংগঠনের প্রতিনিধিদের স্লোগানে গোটা সীমান্ত শহর মুখর হয়ে ওঠে । প্রায় একঘন্টা ধরছ জাতীয় সড়কে ব্যাপক যান জট সৃষ্টি হয় ।
পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় পুলিশ কর্মী ও ট্রাফিক পুলিশদের । প্রতিবাদকারীরা ঘটনার দ্রুত বিচার চান৷ এই ঘটনার সঙ্গে জড়িতদের পুজোর আগে ফাঁসিতে ঝোলাতে হবে বলেও দাবি করেন তাঁরা৷
প্রতিবাদ জানানোর উদ্যোক্তাদের পক্ষ থেকে
অরূপ রায় বলেন, শুক্রবার রাতেই প্রতিবাদ কার্যসূচি ঠিক হয় । এর পরই প্রতিবাদের বার্তা সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়৷ তবে আজকের প্রতিবাদী কার্যসুচিতে এত সামাজিক সাংস্কৃতিক সংস্থা এগিয়ে আসবে তা কল্পনার বাহিরে, শোনান অরূপ রায়।
এদিনের প্রতিবাদে উল্লেখ্যযোগ্য সংগঠনের মধ্যে খুশি স্মৃতি সংস্থা, নূপুর নৃত্যালয়, বিশ্ববীণা সাংস্কৃতিক সংস্থা, সম্পূর্ণা নারী সংস্থা, চারণিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা, নৃত্যশ্রী কলা নিকেতন, সপ্তসুর সামাজিক সাংস্কৃতিক সংস্থা, উইংস ফর ইয়ুথ, সঙ্গীতাঙ্গন, মোহনা সাহিত্য পত্রিকা, ইনার হুইল ক্লাব, ভগিনী নিবেদিতা ও মহর্ষি যোগ বিদ্যালয় সহ আরও বেশি কয়েকটি সংগঠন ।