NE UpdatesBarak UpdatesHappenings
আফ্রিকান সোয়াইন ফিভারের এপিসেন্টার হাজোর বিষ্ণুপুর-নদীরপাড়
২১ জুলাই : কামরূপ জেলার হাজোর বিষ্ণুপুর ও নদীরপাড় গ্রামকে আফ্রিকান সোয়াইন ফিভার রোগের এপিসেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার এপিসেন্টার থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় শূকর ও তার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে। তাছাড়া এই এলাকাকে ইনফেকটেড এরিয়া বা সংক্রমিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি এপিসেন্টার থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় থাকা সব গ্রামকে সার্ভিল্যান্স জোনের আওতায় নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এক নির্দেশে বলা হয়েছে, কোনও ব্যক্তি বা সংগঠন এই এলাকায় কোনও পশুর বাজার বসাতে পারবেন না। পশু নিয়ে কোনও ধরনের প্রদর্শনীর আয়োজনও করা যাবে না। অর্থাৎ এই জোনে এমন কোনও কাজ করা যাবে না, যাতে শূকরেরা একসঙ্গে হতে পারে। তবে শূকর ছাড়া অন্য কোনও প্রাণীর বিষয়ে স্থানীয় ভেটেরিনারি অফিসার প্রয়োজনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তবে এই ছাড়ের জন্য ওই অফিসার যদি মনে করেন, সাধারণ মানুষের জন্য তা খুব জরুরি, তবেই গ্রহণ করা যেতে পারে।
প্রসঙ্গত, সার্ভিল্যান্স জোনে থাকা সব শূকর ইনটেনসিভ সার্ভিল্যান্স-এর আওতায় রয়েছে। এই ইনটেনসিভ সার্ভিল্যান্স প্রক্রিয়ায় রয়েছে ক্লিনিক্যাল সার্ভিল্যান্স, ভায়রোলজিক্যাল সার্ভিল্যান্স ও সেরোলজিক্যাল সার্ভিল্যান্স। ২০২০ সাল থেকে সারা রাজ্যে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি শূকর আফ্রিকান সোয়াইন ফিভারে প্রাণ হারিয়েছে।