Barak UpdatesHappeningsBreaking News
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচরে পথচলা
ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি : মাতৃভাষার মর্যাদা রক্ষার শপথ নিয়ে গোটা বিশ্বের সাথে শিলচরেও আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে ‘ভাষা আইন সুরক্ষা সমিতি, কেন্দ্রীয় কমিটি’। এই উপলক্ষে শিলচরের রাঙ্গিরখাড়ি স্থিত ভাষা শহিদ বেদীর পাদদেশ থেকে একটি পদযাত্রা বিকেল চারটে নাগাদ শুরু করে হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, প্রেমতলা, শিলংপট্টি হয়ে গান্ধীবাগের ভাষা শহীদ স্মৃতি স্তম্ভে পৌঁছায়।
পদযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সমিতির সভাপতি ড. তপোধীর ভট্টাচার্য। পদযাত্রার শেষে বক্তব্য রাখেন সমিতির অন্যতম সহ-সভাপতি সাধন পুরকায়স্থ, তৃণমূল কংগ্রেসের সভাপতি ডা. এম শান্তি কুমার সিংহ, নির্মল কুমার দাস, ড. অজয় রায়, সঞ্জীব রায়, বি ডি এফ দলের সভাপতি প্রদীপ দত্ত রায়, রিপন দাস, আদিমা মজুমদার, গৌর চন্দ্র দাস প্রমুখ। পদযাত্রায় যোগদান করেন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার, পার্থ রঞ্জন চক্রবর্তী, এসইউসিআই দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, সিঐনপি আই এম এর প্রাক্তন জেলা সম্পাদক তপজ্যোতি ভট্টাচার্য, প্রাক্তন পুরপ্রধান তমালকান্তি বনিক, হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষে শিহাব উদ্দিন আহমেদ, লুৎফর রহমান বড়ভূইয়া, সমিতির সহ সভাপতি কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল ভট্টাচার্য, অরিন্দম দেব, মাধব ঘোষ, প্রশান্ত ভট্টাচার্য, তমোজিৎ সাহা, অভিজিৎ পাল, মধুসূদন কর, জয়দীপ ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর প্রমুখ।
এদিন মিছিলে অংশ নেন এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস, বি ডি এস এফ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।