SportsBreaking News
আন্তর্জাতিক দাবা দিবসে পোস্টকার্ড উন্মোচন
ওয়েটুবরাক, ২০ জুলাই : প্রাইভেট পোস্টকার্ড প্রকাশ করে আন্তর্জাতিক দাবা দিবস পালন করল চতুরঙ্গ ফিলাটেলিক অ্যান্ড নিউমিসম্যাটিক সোসাইটি (সি পি এন এস)। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক অনলাইন প্রোগ্রামের মাধ্যমে এই কার্ড প্রকাশ করা হয়। ফিডে ইয়ুথ ক্যাডেট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন অভ্রজ্যোতি নাথ। তাঁর এই কৃতিত্বকে সম্মান জানানোর পাশাপাশি সাফল্য কামনা করেই এই কার্ড প্রকাশ করা হয়।
মঙ্গলবারের এই অনুষ্ঠানে কার্ড প্রকাশ অনুষ্ঠানে “বরাক উপত্যকায় দাবার প্রসার ও জনপ্রিয়তা” নিয়ে আলোচনা করা হয়। দ্বিজেন্দ্রলাল দাসের পরিচালনায় এই আলোচনায় অংশ নেন অধ্যাপক অপ্রতিম নাগ, সিপিএনএস সদস্য তুহিন দাস, অভ্রজ্যোতি নাথ ও তার বাবা অমিতাভ নাথ। কাছাড়ে দাবা প্রসারের পাশাপাশি দাবার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার উপর বিশেষ আলোকপাত করেন অপ্রতিম নাগ। মানব জীবনে দাবা ও ফিলাটেলিকের অবদানের বিষয়টি তুলে ধরেন তুহিন দাস। শিশুর বিকাশে দাবা কীরকম ভূমিকা পালন করছে তা শোনা যায় অমিতাভ নাথের কথায়। বরাকে দাবার বিকাশে কাছাড় জেলা দাবা সংস্থার ভূমিকার প্রশংসা করেন প্রত্যেক বক্তা। পাশাপাশি বিশ্বকাপে অভ্রের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।