India & World UpdatesHappeningsBreaking News
আধার লিঙ্ক না করলেও ভোটাধিকার হারানোর আশঙ্কা নেই, সংসদে জানালেন আইনমন্ত্রী
ওয়েটুবরাক, 16 ডিসেম্বরঃ ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার লিঙ্ক করানোর কথা বলা হলেও তা করানোটা ভোটারদের ইচ্ছার ওপর নির্ভর করে । কেউ না করতে চাইলে নির্বাচন শাখা সে জন্য জোর করতে পারে না। আধার লিঙ্ক না করানোর জন্য ভোটার তালিকা থেকে নাম কাটা বা ভোটাধিকার হারানোর ব্যাপার নেই। শুক্রবার লোকসভায় এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিন সদস্যের আনা এক প্রশ্নের জবাবে রিজিজু জানান, ভোটার পরিচয় পত্র এবং আধার লিঙ্ককে জুড়ে দেওয়া পুরোপুরি ভোটারদের ইচ্ছাকৃত। সে জন্যই এই লিঙ্কের জন্য নির্বাচন শাখা ভোটারদের অনুমতি গ্রহণ করে।
অক্টোবরেই অবশ্য সুপ্রিম কোর্ট এ ব্যাপারে স্পষ্ট রায় দিয়েছিল, ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার সংযোগকে বাধ্যতামূলক করা যাবে না। ইচ্ছা করলে কেউ করতেই পারে। না করলে সেটা তাঁর অধিকারের মধ্যেই পড়ে।