NE UpdatesBarak UpdatesHappeningsBreaking NewsFeature Story
আধার আটকে রয়েছে দেড় লক্ষ অসমিয়ারও
ওয়েটুবরাক, ১৫ জুলাইঃ অসমে নয় লক্ষ মানুষের আধার আটকে রয়েছে। এরা শুধু এনআরসিছুট বা সন্দাহভাজন বিদেশিরাই নন, আধার আটকে রয়েছে অন্তত দেড় লক্ষ অসমিয়ারও। এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আধার আটকে থাকার সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। নাহরকটিয়ায় সাতাশ জন অসমিয়ার আধার নেই।যোরহাটে আধার মেলেনি মারোয়াড়ি জনগোষ্ঠীর এগারো জনের। এ সব দেখে তিনি ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। রিপোর্টে জানা যায়. এনআরসি চলাকালে যে জনগোষ্ঠীরই হোক না কেন, আধারের আবেদন নিয়ে যারাই সেন্টারে গিয়েছিলেন, তাঁদের সকলের আবেদন আটকে দেওয়া হয়েছিল। তাই এনআরসি-ছুটদের বাদ দিয়ে বাকি সকলের আধারের ব্লক তুলে নিতে তিনি জোর চেষ্টা চালাচ্ছেন বলে হিমন্ত আশ্বাস দেন।