India & World UpdatesHappeningsBreaking News
আদিবাসী নেতা বিষ্ণু দেও ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী, রমন সিং স্পিকার
ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। দুই উপমুখ্যমন্ত্রী হলেন অরুণ সাও এবং বিজয় শর্মা। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বিধানসভার স্পিকার হতে চলেছেন। তিনি ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
পরিষদীয় দলে মুখ্যমন্ত্রীর নাম ঠিক হওয়ার পরে বিষ্ণু দেও সাই রাজভবনে গিয়ে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করেন। তিনি প্রথামাফিক সরকার গঠনের দাবি জানান।
বিষ্ণু দেও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টি পূরণ করার চেষ্টা করবেন। আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আঠারো লক্ষ বাড়ি মঞ্জুর করবেন৷ এটাই হবে তাঁর সরকারের প্রথম কাজ।