NE UpdatesHappeningsBreaking News
আত্মসমর্পণ করলেন পরেশ বরুয়ার ডেপুটি দৃষ্টি রাজখোয়া
১১ নভেম্বরঃ আলফা (স্বাধীন)-এর ডেপুটি কমান্ড্যান্ট-ইন-চিফ দৃষ্টি রাজখোয়া আত্মসমর্পণ করেছেন। মেঘালয়ের দক্ষিণ গারো পার্বত্য জেলার গভীর জঙ্গলে ঘাঁটি গেড়ে ছিলেন তিনি। বুধবার দুপুরে মেঘালয় পুলিশের বিশেষ কমান্ডো বাহিনী হানা দেয়। বেশ কিছু সময় গুলির লড়াইয়ের পর দৃষ্টি আত্মসমর্পণ করেন। তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন ক্যাডার। ঠিক কয়জনকে নিয়ে তিনি মেঘালয় পুলিশের কাছে ধরা দিলেন, তা স্পষ্ট নয়। আসাম পুলিশের কর্তারা এ নিয়ে মুখ খুলছেন না।
দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ রাভা পরেশ বরুয়ার ডানহাত বলেই পরিচিত। তাঁর আত্মসমর্পণে পরেশ বাহিনী বড় ধাক্কা খেল বলেই অনুমান করা যায়।
পুলিশ স্পষ্ট করে কিছু না বলায় তাঁর আত্মসমর্পণ ঘিরে এরই মধ্যে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সবাই নিজেদের সূত্র ব্যবহার করে একেক রকম গল্প তৈরি করছেন। এক সূত্রে প্রকাশ, দৃষ্টির স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। তাঁর নিজের শরীরটাও ভাল যাচ্ছে না। তাই তিনি নিজেই মেঘালয় পুলিশের মাধ্যমে আসাম পুলিশের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন এবং বুধবার তা কার্যকর হয়েছে। মঙ্গলবার রাতেই তিনি পরেশ বরুয়াকে ফোন করে জঙ্গিপনা ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন।