NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
আত্মঘাতী হামলার ষড়যন্ত্রে যোগ নেই তো কাটিগড়ার আক্তারের! খতিয়ে দেখছে সিসিবি
ওয়েটুবরাক, ২৭ জুলাই : কাটিগড়ার আক্তার হোসেন লস্করকে গ্রেফতার করে বড় সাফল্য পেয়েছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)৷ তাকে জেরা করেই সোমবার তামিলনাড়ুর সালেম থেকে ধরে আনা হয়েছে আব্দুল মণ্ডল ওরফে জুবাকে৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা এই ২০ বছরের যুবকও আক্তারের সঙ্গে আফগানিস্তানে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিল৷ সিসিবি-র ডেপুটি কমিশনার এসডি শরনাপ্পা জানান, জুবা সালেমে একটি বস্ত্র কারখানায় চাকরি করত৷ দুজনকে জেরা করে তাঁরা জানতে পেরেছেন, এদের সঙ্গে আলকায়দা এবং লস্কর-ই-তৈবার সম্পর্ক রয়েছে৷
জঙ্গিনেতারা তাদের দুজনকে একসঙ্গে কাশ্মীরে যেতে বলেছিল৷ সেখান থেকে তারাই তাদের আফগানিস্তানে নিয়ে যেত৷ পরে দুজনকে দুই সংগঠনে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো৷ তাদের মোবাইল ঘেঁটে বহু নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে৷ কিন্তু অধিকাংশ উর্দু, বাংলা ও অসমিয়ায় লেখা৷ তাই সিসিবি ভাষা বোঝার মানুষ আনছে৷
এ দিকে, মঙ্গলবার দুই জঙ্গিকে তামিলনাড়ুতে গ্রেফতার করা হয়েছে৷ এরা হলো আসিফ মুসতিন এবং ইয়াসির নবাব জন৷ তাদের কাছে আইএস-এর কালো পতাকা, ছুরি এবং বেশকিছু আপত্তিকর নথি পাওয়া গিয়েছে৷ এরা ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল৷
তামিলনাড়ু থেকেই জুবাকে গ্রেফতার করায় তদন্তকারীরা এখন আসিফ মুসতিন-নবাব জন জুটির সঙ্গে আক্তার-জুবা জুটির সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে৷ তাদের অনুমান, চারজনকেই আইএস পৃথক নির্দেশ পাঠিয়ে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করছিল৷
Also Read: Cachar youth arrested in Bengaluru on charges of attempting to join Al-Qaeda