Barak UpdatesAnalyticsBreaking News
আগের হাওয়া নেই এখন, দলীয় কর্মীদের খাটতে বললেন রঞ্জিত দাস
২০১৪ সালের লোকসভা নির্বাচন কি ২০১৬-র বিধানসভা ভোট। অধিকাংশ আসন হাওয়ায় জিতে গিয়েছিল বিজেপি। পুরনো হাওয়া এখন আর টিঁকে নেই। নেই সেই আবেগও। তাই দলের নেতা-কর্মীদের সংগঠনে জোর দিতে হবে। বক্তা খোদ বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস। আজ শিলচরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সভায় বক্তব্য রাখছিলেন তিনি। রঞ্জিতবাবু বলেন, অসমের ১৪ আসনের ১২টিতে জেতার লক্ষ্য স্থির করা হয়েছে। এর মধ্যে বরাক উপত্যকার দুটিও রয়েছে। বর্তমানে ওই দুই আসনে রয়েছেন কংগ্রেসের সুস্মিতা দেব ও এআইইউডিএফের রাধেশ্যাম বিশ্বাস। তাঁদের হারানো যে সহজ নয়, সেইদিকে ইঙ্গিত করে রঞ্জিতবাবু গেরুয়াবাহিনীকে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের পরামর্শ দেন।
বঙ্গভবনে আয়োজিত আজকের কার্যকর্তা সম্মেলনে গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলা সভাপতি কৌশিক রাই প্রমুখ বক্তব্য রাখেন।