NE UpdatesHappeningsBreaking News
আগুন থেকে বাঁচতে নালায় পড়ে মৃত বৃদ্ধ দম্পতি
১০ অগস্ট: রবিবার রাতে আগুন লাগলে যোরহাট শহরের মাড়োয়ারি ঠাকুরবাড়ি এলাকায় দোতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ দম্পতি। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে সিংঘি মোটর্স নামে একটি বাণিজ্য প্রতিষ্ঠানে আগুন লাগে। ভিতরে থাকা একাধিক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হতে থাকে৷ গোটা বাড়ি দাউদাউ করে জ্বলছিল। আগুন ছড়ায় আশপাশের বাড়িতেও। আগুন থেকে বাঁচতে বাড়ির উপরতলায় জানালা দিয়ে অনেকে পাশের টোকলাই নালায় ঝাঁপ দেন। তা করতে গিয়ে দুই বৃদ্ধ দম্পতি সত্যনারায়ণ আগরওয়াল ও গোমতী দেবী নীচে ঝাঁপ দিয়ে পড়ে গুরুতর জখম হন। পরে হাসপাতালে মারা যান তাঁরা। আরও এক মহিলা ও দুই ব্যক্তি জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।