India & World UpdatesAnalyticsBreaking News
আগামী ৫ দিন বন্ধ থাকবে পাসপোর্ট সেবা পোর্টাল
নতুনদিল্লি, ২৯ আগস্ট : অনলাইনে পাসপোর্টের আবেদন আগামী ৫ দিন পর্যন্ত বন্ধ রাখল কেন্দ্র সরকার। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত পাসপোর্ট পোর্টালটি বন্ধ থাকবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই পোর্টালটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই এটি ফের চালু করা হবে।
উল্লেখ্য, এই সময়ে কেবল সাধারণ মানুষই নয়, পোর্টালের পরিষেবা থাকবে না বিদেশ মন্ত্রক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ইমিগ্রেশন ব্যুরো, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, ডাক বিভাগ এবং পুলিশেও। ফলে সব ক্ষেত্রেই থমকে যাবে এই সংক্রান্ত কাজ। তবে সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ৩০ আগস্টের আগেই যে আবেদন জমা পড়েছিল, সেগুলির জন্য শীঘ্রই নতুন সময়সূচি জানাবে বিদেশ মন্ত্রক।